যমুনায় পানি বৃদ্ধি, সাঘাটা-ফুলছড়িতে ব্যাপক ভাঙ্গন
উজান থেকে নেমে আসা পানির ঢলে গত কয়েক দিনে যমুনা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে, গাইবান্ধা জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। বাস্তুহারা হয়ে পড়ছে হাজার হাজার দরিদ্র মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের গোবিন্দী-কামারপাড়া, ভরতখালী ইউনিয়নের নীলকুঠিতে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, বিলিন হয়ে যাচ্ছে আবাদী জমি ও বসতভিটা। আশ্রয়হীন অসংখ্য মানুষ তাদের ঘরবাড়ী ও গবাদীপশু নিয়ে আশ্রয়ের খোজে উদয়াস্ত ঘুরছে আত্মীয়দের বাড়ী কিংবা কোন বন্যা নিয়ন্ত্রন বাধের ধারে।গোবিন্দী গ্রামে ঐতিহ্যবাহী ঈদগাহ্ মাঠ, সেটঘর ও গুচ্ছগ্রাম সহ বহু মানুষের ঘরবাড়ী নদীর গর্ভে বিলিন হয়ে গিয়াছে, যাদের বসতভিটা এখনও টিকে আছে তারা চরম আতংকে দিনাতিপাত করছে। সেই সঙ্গে গোবিন্দী গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নদী গর্ভে বিলিন হওয়ার উপক্রম হয়ে পড়ছে, এদিকে নদী ভাঙ্গনের খবর পেয়ে গতকাল ১০/০৬/২০১৫ইং তারিখ সকাল ৮:০০ ঘটিকায় পরিদর্শন করতে আসেন, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা- জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল স্যার ও উপজেলা এলজিইডি প্রকৌশলী- জনাব সাবিউল ইসলাম, গোবিন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গোবিন্দী গ্রামটি ভাঙ্গন পরিদর্শন করেন।
মো: রোস্তম আলী
উদ্যোক্তা/পরিচালক
সাঘাটা ইউনিয়ন ডিজিটাল সেন্টার
সাঘাটা, গাইবান্ধা।
মোবাইল: ০১৭৫৩৬৮২৯৫৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস